Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০০:৩১

হামলায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম ও নয়ন হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, রোববার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘বেশ কয়েকজন আহত অবস্থান হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা সেবা চলছে।’

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে।’

সারাবাংলা/পিটিএম

এনসিপি কুষ্টিয়া নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর