Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ছেড়ে আইপিএলে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ১৬:০৪

পিএসএল থেকে আইপিএলে গিয়ে বিপাকে বস

পিএসএলের প্লেয়ার্সের ড্রাফটে দল পেয়েছিলেন, দল পেয়েছিলেন আইপিএলেও। দক্ষিণ আফ্রিকান বোলার করবিন বসকে বেছে নিতে হতো যেকোনো একটি টুর্নামেন্টকে। শেষ পর্যন্ত পিএসএল ছেড়ে আইপিএলেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পিএসএল থেকে নাম প্রত্যাহার করেই ফেঁসে যাচ্ছেন বস। নিয়ম ভঙ্গ করায় বসকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি।

এবারের আইপিএল নিলামে দল পাননি বস। গত জানুয়ারিতে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে বসকে কিনেছিল পেশোয়ার জালমি। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে কপাল খোলে বসের। নিলামে দল না পাওয়া সেই বসকে ইনজুরিতে পড়া লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে হঠাৎ দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস। এবার পিএসএল অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। অন্যদিকে আইপিএল চলবে ২২ মার্চ থেকে ২৫ মে।

বিজ্ঞাপন

বসকে তাই পিএসএল ও আইপিএলের মধ্যে একটিকে বেছে নিতে হতো। বস বেছে নিয়েছেন আইপিএলকে। আর এতেই বেজায় চটেছে পিসিবি। টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করায় বসকে আইনি নোটিশ পাঠিয়েছে বস।

বস অবশ্য এখনো এই নোটিশের জবাব দেননি। টুর্নামেন্টের মান বাড়তে ও ভালো মানের বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়াতেই এবার ফেব্রুয়ারি-মার্চের বদলে এপ্রিলে অনুষ্ঠিত হবে পিএসএল।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ করবিন বস পিএসএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর