Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২০:১১

ঢাবিতে ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশ‘ বিক্ষোভ সমাবেশ করেন

ঢাবি: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে ধান ও আম উৎপাদন হয়। নওগাঁর মানুষ যতদিন বেঁচে আছে কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না।

তিনি বলেন, এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন কিন্তু সুযোগ-সুবিধা দিবেন না, এটা আমরা হতে দিব না। আমরা পাঁচই আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।

সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, মনে হচ্ছে আমরা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার তাদের (সরকার) কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।

সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এতো বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই না যে আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কিভাবে এটাকে আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করুন।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাশের হারে শীর্ষে তা কিভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সারাবাংলা/এআইএন/এইচআই

ঢা‌বি নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর