Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব ওঠছে ক্রয় কমিটিতে

সোহেল রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০০:০৩

ঢাকা: ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় এ চাল আমদানি করবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে এ চাল সরবরাহের জন্য মনোনীত হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স পট্টভি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার (১৮ মার্চ) অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

বিজ্ঞাপন

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দরদাতা প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ বন্দরে পৌঁছানো পর্যন্ত প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪২৯ দশমিক ৫৫ ডলার। সে হিসাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলার। চাল ক্রয়ের খাতে বরাদ্দকৃত অর্থ থেকে এ মূল্য পরিশোধ করা হবে এবং সিডি ও ভ্যাট বহন করবে সরকার। আমদানিতব্য চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৪০ শতাংশ মোংলা বন্দরে খালাস করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্র জানায়, ৯ম প্যাকেজের আওতায় বর্তমান এ চাল আমদানির জন্য ভারত ও সিঙ্গাপুরের ৭টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। চাল আমদানিতে সরকারের প্রাক্কলিত দর ছিল ৪৪৭ দশমিক ৫৩ ডলার। মনোনীত ভারতীয় দরদাতা প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর এর চেয়ে ১৭ দশমিক ৯৮ ডলার কম।

সূত্র জানায়, চালের প্রাক্কলিত দর নির্ধারণে চারটি দেশের চালের দর গড় করা হয়েছে। এগুলো হচ্ছে- ভারতের পশ্চিম উপকূলে প্রতি মেট্রিক টন ৪৪৭ দশমিক ৭৫ ডলার ও পূর্ব উপকূলে প্রতি মেট্রিক টন ৪৪০ দশমিক ৭৫ ডলার; পাকিস্তানের করাচিতে ৪৬১ দশমিক ৪৫ ডলার; থাইল্যান্ডে ৪৫৪ দশমিক ৯৭ ডলার ও ভিয়েতনামের দর ৪৩২ দশমিক ৭৫ ডলার। এগুলোর গড় দর মূল্য ৪৪৭ দশমিক ৫৩ ডলার।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৯ লাখ ৭৮ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অবশিষ্ট চাল অভ্যন্তরীণ উৎস থেকে ক্রয় করা হবে। আমদানিতব্য চালের মধ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪ লাখ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল, জি-টু-জি এর আওতায় মিয়ানমার থেকে ১ লাখ মেট্রিক টন, ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন ও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টনসহ মোট সাড়ে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সই করা হয়েছে। এসব চুক্তির বিপরীতে ইতোমধ্যে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।

সারাবাংলা/আরএস

ভারত থেকে চাল আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর