Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:২৪

যুবদল নেতা রিপন শরীফ

পটুয়াখালী: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৮ মার্চ) কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতার নাম রিপন শরীফ। তিনি দুমকি উপজেলা যুবদলের বর্তমান কমিটির সদস্য সচিব।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে একই অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের আওতাধীন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারকেও প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

পটুয়াখালী বহিষ্কার যুবদল যুবদল নেতা বহিষ্কার শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড