রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৭
ঢামেক করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কাকরাইলে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম রাজীব হোসেন বাদশা (২৫)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে। ঢাকায় তিনি কাকরাইলের ব্যাটারির গলিতে থাকতেন। তিনি গাড়ির মেকানিকের কাজ করতেন বলে জানান নিহতের মামা দেলোয়ার হোসেন।
রমনা ট্রাফিক জোনের এ,টি এস,আই বজলুর রহমান সারাবাংলাকে জানান, কাকরাইল অডিট ভবনের সামনে একটি সিএনজি বাইসাইকেলকে ধাক্কায় দেয়। এতে সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়।
তিনি আরো জানান, চালকসহ সিএনজিটি আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএ/ এমএ