খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণকে গণধোলাই
১৯ মার্চ ২০২৫ ০৩:১৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৩:২১
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে উঠেছে। এদিকে ধর্ষণে অভিযুক্ত তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে বুধবার (১৯ মার্চ) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে এক শিশু ধর্ষণের অভিযোগে খিলক্ষেত এলাকায় ওই ধর্ষণে অভিযুক্ত তরুণকে আটক করে থানা পুলিশ। এ সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে ওই কিশোরকে গণধোলাই দেয়। এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হন।’
ইসমাইল হোসেন আরও বলেন, ‘মধ্যপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক তরুণকে স্থানীয়রা মারধর করে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে গাড়ি থেকে নামিয়ে আনে। এর পর ওই কিশোরকে গণধোলাই দেয়। এক পর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।‘
তিনি জানান, হামলায় ওসি তদন্তসহ আহত সাত পুলিশ সদস্য এবং অভিযুক্ত তরুণকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘খিলক্ষেতে ধর্ষণের শিকার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম