Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মার্কেটে আগুন, পুড়েছে ৪৪ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ০৯:৫১ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৫৯

খুলনার অস্থায়ী ঈদ মার্কেটে আগুন।

খুলনা: খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের ভেতরের ৪৪টি দোকান পুড়ে গেছে।

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টা সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। সেখানে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সারাবাংলা/এমপি

আগুন দোকান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর