Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১০:৩৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:৪৪

দুর্ঘটনা কবলিত অ্যম্বুলেন্স।

যশোর: যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি গদখালি থেকে নাভারনের দিকে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতরা হলেন, ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেরে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কণ্যা রত্না খাতুন (১২)।

এছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশও উপস্থিত হয়। অ্যাম্বুলেন্স চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর