ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াবে রোবটও!
১৯ মার্চ ২০২৫ ১৩:০৬
ম্যারাথন উপভোগের জন্য দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখলেন, মানুষের পাশাপাশি সেখানে দৌড়াচ্ছে রোবটও! ভাবুন তো কেমন লাগবে? ঠিক এরকম কিছুই হতে যাচ্ছে চীনে। আগামী এপ্রিলে চীনের বেইজিংয়ে হতে যাওয়া এক হাফ ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াবে রোবটও।
গত এক দশকে বিভিন্ন খাতে বেড়েছে রোবটের ব্যবহার। রোবটে রোবটে হয়েছে নানা প্রতিযোগিতাও। তবে সরাসরি মানুষের সঙ্গে এখনো কোনো মাঠের লড়াইয়ে নামেনি রোবট।
চীনে এবার দেখা যাবে ঐতিহাসিক এক লড়াই। ১৩ এপ্রিল হতে যাওয়া হাফ ম্যারাথনে (২১.০৯ কিলোমিটার) মানুষের পাশাপাশি দৌড়াবে রোবট। এই দৌড়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু রোবট। সাধারণ রোবটের চেয়ে এদের আকৃতি একটু ভিন্ন। এরা আকারে হবে বেশ লম্বা। মানুষের সঙ্গে দৌড়াতে পারে, সেভাবেই তৈরি করা হয়েছে রোবটগুলোকে।
রোবটগুলোর সর্বোচ্চ গতি ধরা হয়েছে ঘণ্টার ১২ কিলোমিটার। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য মানুষের নিরাপত্তার কারণে এর চেয়েও কম গতিতে দৌড়াবে তারা।
শেষ পর্যন্ত এই ম্যারাথনে জিতবে কে, সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মানুষকে কি সত্যিই হারিয়ে দিতে পারবে মানুষেরই তৈরি রোবট?
সারাবাংলা/এফএম