Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের আইপিএলে যা নিষিদ্ধ করল ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ১৪:১৭

আইপিএল ট্রফি

আইপিএল মানেই যেন কোটি টাকার বিজ্ঞাপনের ছড়াছড়ি। বছরের এই সময়টার জন্য মুখিয়ে থাকেন বিজ্ঞাপনদাতারা। তবে এবারের আইপিএলে বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলে তামাকজাত পণ্য, অ্যালকোহল ও ক্রিপটোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে বিসিসিআই।

আগের সব আসরেই আইপিএলের ম্যাচ চলার সময় মাঠে ও টিভিতে দেখা যেত তামাকজাত পণ্য ও অ্যালকোহলের বিজ্ঞাপন। শুধু বিজ্ঞাপন নয়, ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন ও ম্যাচ জার্সিতেও থাকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে ক্রিপটোকারেন্সির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন নিয়ে বেশ কয়েকবার প্রতিবাদও জানানো হয়েছে স্বাস্থ্য ও পরিবেশবাদী নানা সংগঠনের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

কিছুদিন আগে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তামাকজাত পণ্য ও অ্যালকোহলের বিজ্ঞাপনের ওপর বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর প্রভাব পড়ল আইপিএলেও। বিসিসিআই কঠোরভাবে নির্দেশনা দিয়েছে, কেউই টুর্নামেন্ট চলাকালীন এসব বিজ্ঞাপনের প্রচার করতে পারবেন না।

ইন্টারনেট জগতে ক্রিপটোকারেন্সির প্রতারণা বেড়ে যাওয়ায় নিষিদ্ধ হয়েছে এসবের বিজ্ঞাপনও। নিয়ম ভঙ্গ করলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই।

আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো