Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৩১

– ছবি : প্রতীকী

ঢাকা:  মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সমুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

‎বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচএম খালিদ ইফতেখারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে দেয়া ক্ষমতাবলে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/আরএস

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর