Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ-বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৫:০০ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৩৬

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

নওগাঁ: বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে আন্ত:জেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোনো ঘোষণা ছাড়াই সকাল থেকে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হয়। এর প্রতিবাদে নওগাঁ থেকে কোন বাস বগুড়ার উপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্ত:জেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোন বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে বন্ধ রয়েছে বাস চলাচল। ঈদের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের আনাগোনা ছিল বেশি। অনেক যাত্রীরা কাউন্টারে বাস না পেয়ে ইজিবাইকে করেও বগুড়ার যাচ্ছেন। তবে ঢাকাগামী কিছু কিছু বাসকে বিকল্প পথ হিসেবে বগুড়ার কাহালুর ভেতর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাসকে গন্তব্য ছেড়ে যেতে দেখা গেছে।

ঢাকাগামী কাজল নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় বগুড়া যাওয়ার রওনা দিতে হচ্ছে। যে কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এটি সাধারণ মানুষকে হয়রানি করা ছাড়া কিছুই নয়।’

বিজ্ঞাপন

নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান, বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে বগুড়ার উপর দিয়ে অপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নওগাঁ-বগুড়া-ঢাকা রুট বাস চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর