Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে গরু চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৫:১৫

হাসপাতালে আহত গরু চোর রিয়াদ হোসেন।

নোয়াখালী: জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে গরু চুরি করার অভিযোগে রিয়াদ হোসেন (২৭) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক গরু চোর রিয়াদ হোসেন একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

সারাবাংলা/এসডব্লিউ

গণপিটুনিতে আহত চোর গরু চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর