রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকে ইসি
১৯ মার্চ ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৫৭
ঢাকা: রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকটি শুরু হয়।
উল্লেখ্য, দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা কাজ করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এরই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডাটাবেস (তথ্যভান্ডার) ব্যবহার করতে চায় ইসি।
জানা গেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ একটি তথ্যভান্ডার রয়েছে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে।
ইউএনএইচসিআর হলো জাতিসংঘের একটি সংস্থা-যারা শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা, সুরক্ষা এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় একীভূতকরণ বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা করে।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ