Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৫৭

ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকে বসেছে ইসি। ছবি: সারাবাংলা

ঢাকা: রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।

‎বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকটি শুরু হয়।

‎উল্লেখ্য, দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা কাজ করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এরই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডাটাবেস (তথ্যভান্ডার) ব্যবহার করতে চায় ইসি।

‎জানা গেছে, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ একটি তথ্যভান্ডার রয়েছে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে।

‎ইউএনএইচসিআর হলো জাতিসংঘের একটি সংস্থা-যারা শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা, সুরক্ষা এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় একীভূতকরণ বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা করে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকে ইসি রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর