Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:১১ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:১৪

আবদুল কাদের ইমন ও আসাদুজ্জামান রাফি

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন- আবদুল কাদের ইমন (২৬) ও আসাদুজ্জামান রাফি (২৭)। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি, ইপিজেড থানা কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতারুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা দাবি করতে যান। পরে স্থানীয় হকাররা মিলে ইমন ও রাফি নামে দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর