Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশুটির শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:১২ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৫৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার ছয় বছরের শিশুটি এখন ভালো আছে।

বুধবার (১৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার ফরেনসিক টেস্টসহ যাবতীয় টেস্ট করানো হয়েছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন শিশুটির বিষয়ে এসব তথ্য দেন।

ডা. সাবিনা বলেন, ‘আজ সকালে শিশুটির ফরেনসিক, এক্স-রে সহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে এখন শিশুটির অবস্থা ভালো আছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।’

এদিকে, ঘটনাটিতে গণধোলাইয়ের শিকার হওয়া কিশোরটিকেও ঢামেকে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।

ঢামেকের ক্যাজুয়েলটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ বলেন, ‘ওই কিশোরের অবস্থা স্থিতিশীল। তার শরীরের বিভিন্ন স্থানে থেতলানো জখম আছে। মাথায়ও আঘাত রয়েছে। তবে মাথার ভেতরে কোনো রক্তক্ষরণ হয়নি। হাসপাতালের কাগজে-কলমে তার বয়স দেখানো হয়েছে ১৬ বছর কিন্তু তার স্বজনরা বলছে তার বয়স হবে ১২-১৩। চিকিৎসকরা তাকে অবজারভ করছে। এখনি তার বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না।’

দুপুরে ওয়ার্ডে গিয়ে কথা হয় কিশোরের খালার সঙ্গে। তিনি জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। সেখানে একটি হাফিজিয়া মাদরাসায় পড়তো ওই কিশোর। তবে বর্তমানে একটি সেনেটারির দোকানে কাজ করে সে। তার বাবা জীবিত নেই। মা খিলক্ষেত এলাকায় ফুটপাতে চা সিগারেট বিক্রি করেন। ৩/৪ মাস আগে ওই কিশোর মাদরাসা থেকে খিলক্ষেতে মায়ের কাছে বেড়াতে আসে। এরপর থেকে এখানেই ছিল সে। চলতি মাসের ১০ তারিখ ওই কিশোরের মা তাকে খিলক্ষেত এলাকায় খালার বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। সেদিন রাতেই ওই কিশোরকে মারধরের খবর পান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রোজার ১০ দিন আগে ওই মেয়ে শিশুটির মামা নয়নের সঙ্গে তার ভাগিনার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমার ভাগিনাকে সে মারধর করেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই গতকাল আমার ছেলেকে এভাবে মারধর করেছে তারা। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশু