Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জাল টাকাসহ ট্রেনযাত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:৪৪

গ্রেফতার আব্দুর রহিম বিপ্লব।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে জাল টাকাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে এসব জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন ওই যাত্রী।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

গ্রেফতার আব্দুর রহিম বিপ্লব (২২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধুলিরকান্দা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর ওই যুবকের কাছ থেকে ৪৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, গ্রেফতার ওই যুবক চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে কক্সবাজার যাচ্ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার নানা রেলওয়েতে চাকরি করেন। সেই সুবাদে তার পরিবার ময়মনসিংহের রেলওয়ে স্টাফ কলোনি এলাকায় থাকেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দোহাজারী স্টেশন পার হওয়ার পর তাকে জালনোটসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

ওসি শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারের পর বিপ্লব আমাদের জানিয়েছে, ঈদকে সামনে রেখে জালনোটগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে। সে পেশায় একজন ছাত্র। তার মোবাইল আমি চেক করেছি। তাদের একটি গ্রুপ আছে। ওই গ্রুপের সবাই জালনোটের ব্যবসার সঙ্গে জড়িত। আমরা বিষয়টি আরও তদন্ত করছি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

জাল টাকাসহ ট্রেনযাত্রী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর