ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। এছাড়া, পুলিশের ওপর হামলায় ঘটনায় খিলক্ষেত থানার করা মামলায় সজীব (১৮) ও ইউসুফ (১৯) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেফতার দেখানো হয়েছে। তবে কিশোর এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে।
কামাল হোসেন বলেন, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি যারা পুলিশের ওপর হামলা করেছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করেছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর ও ওসিসহ পুলিশ সদস্যরা আহত হন।