Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২০:০৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০

প্রতীকী ছবি

পটুয়াখালী: জেলার দুমকিতে এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জন বাগানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিজ বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে জোড়পূর্বক তুলে নিয়ে ওই কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। অভিযোগ উঠেছে একই গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। তারা ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভিকটিম কলেজ শিক্ষার্থ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা নিতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ ভিকটিমের।

ধর্ষণের বিষয়ে জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এখনই কোন তথ্য দেওয়া যাবে না। সার্কেল এসপি আসছে, ব্যস্ত আছি। পরে কথা বলুন।’

সারাবাংলা/এসআর

কলেজছাত্রীকে ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণ ধর্ষণের অভিযোগ পটুয়াখালী সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর