Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ফখরুল
সংস্কার প্রস্তাবগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২০:৪১ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২০:৪৫

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

দেশ কঠিন সময় অতিক্রম করছে- এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না, গণতন্ত্রে ফিরে যাওয়ার পরিস্কার পথ পাচ্ছি না। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশের- সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন। এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন, যাতে সবাইকে নিয়ে সামনের পথ এগোতে পারি এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করতে পারি।

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়ন করবে- এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার কমিশন কাজ করছে, দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগুতে হবে। সে কারণে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারণ করবে সংস্কার কী হবে, কী হবে না।

বিএনপির ইফতার এ মাহফিলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/আরএস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর