এমডি’র অপসারণের দাবিতে বাসস চত্বরে বৃহস্পতিবার ডিইউজে‘র সমাবেশ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০
১৯ মার্চ ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০
ঢাকা: ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদ লালনকারী বাসস’র এমডি মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (১৯ মার্চ) ডিইউজে প্রচার সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৬ বছর বাসস-এ অনিয়ম, দুর্নীতির তদন্তের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জিএস/আরএস