নাজিরপুরে নকল ব্রান্ডের শিশু খাবার তৈরি, আটক ২
১৯ মার্চ ২০২৫ ২১:১৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২১:৩৬
পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নকল ব্রান্ডের শিশু খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরির সময় দুই জনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আটক প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) উপজেলার শ্রীরামকাঠী বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার সংলগ্ন জয়নাল হাওলাদারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদার (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখানে বিভিন্ন নামিদামি ব্রান্ডের খাদ্য সামগ্রী, শিশু খাবার, চালসহ প্রায় এক ডজনে বেশি ধরনের প্রচুর পরিমান খাদ্য সামগ্রী প্যাকেট করার সময় তাদের আটক করা হয়। আর ওই সব খাবার বিভিন্ন মোড়কে প্যাকেট করে ডিলারশিপ মাধ্যমে বিক্রির অপরাধে তাদের দুই জনকে দুই বছরের কারাদণ্ড সহ এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় প্রমুখ।
সারাবাংলা/এইচআই