কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন: তারেক রহমান
১৯ মার্চ ২০২৫ ২১:২৫
ঢাকা: অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নির্বাচন নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, এমন বক্তব্য ভুল বার্তা দিচ্ছে রাজনীতির মাঠে। নির্বাচনের রূপরেখা স্পষ্ট হলে জনগণের মধ্যে থাকা নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় দূর হবে।
বুধবার (১৯ মার্চ) রাজধানীতে রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি।
এ সময় রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিন্নতার কারণে পলাতক ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দুয়েকটি রাজনৈতিক দল ইদানীং নির্বাচন নিয়ে ভিন্ন মনোভাব ও নানান কথাবার্তা বলে পলাতক মাফিয়াদের উত্থান ত্বরান্বিত করছে।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের কর্মপদ্ধতি নিয়ে সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমমনা গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে।
দেশের চলমান সাম্প্রতিক ঘটনাবলীর প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সঙ্কটে পড়তে পারে। এছাড়া হঠাৎ করে অতীতের মতো ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা না দিতে পারলে দেশ পিছিয়ে পড়বে।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ খেলাফতে মজলিস, জামায়াতে ইসলামী, এলডিপি, গণ অধিকার পরিষদ, নতুন দল জাতীয় নাগরিক পার্টিসহ সমমনা রাজনৈতিক দলের নেতারা এ ইফতার মাহফিলে অংশ নেন।
সারাবাংলা/এফএন/আরএস