Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্নির্ধারণসহ ৫ এজেন্ডা নিয়ে ইসির সভা বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২১:৪৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০

ঢাকা: আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ ধারাবাহিকতায়, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধনসহ ৫ এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ মার্চ) ইসির উপসচিব মো.মাহবুব আলম শাহ এর সই করা এ সংক্রান্ত কমিটির সভার অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে-

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ;
* রাজনৈতিক দলের নিবন্ধন;
* নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন;
* ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা;
* নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম

জানা গেছে, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে। ইতোমধ্যে ৬৪ জেলা থেকে চারশো’র মতো আবেদন করেছে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এছাড়া, রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর