Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২১:৫০

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জবি: সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর বর্বর হামলায় চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘যারা মানবাধিকারের বুলি আওড়ায়, তারা ফিলিস্তিনের ইস্যুতে নিশ্চুপ থাকে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সকল দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।’

জবি শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ব যখন ঘুমানো বর্বর ইসরায়েল বাহিনী তখন নিরহ মানুষদের পাখির মতো হত্যা করছে। পশ্চিমা বিশ্ব সারাদিন শুধু মানবাধিকারের বুলি আওরায়। ফিলিস্তিনের মানুষের কথা উঠলেই চুপ হয়ে যায় তারা। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ইসরায়েল গণহত্যা গাঁজা জবি বিক্ষোভ মিছিল যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর