Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৩১ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২২:৩৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০

গাঁজাসহ গ্রেফতার দুই নারীসহ ৩ জন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩১ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মোসা. পারভিন বেগম (৫০), মোসা. জোসনা বেগম (৫০) ও মো. আতিকুর রহমান রবিন (৩৩)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তালেবুর রহমান জানান, কাচঁপুর ব্রিজ হতে যাত্রাবাড়ী অভিমুখে চেকপোস্ট পরিচালনা করে প্রাইভেটকার তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে অতিক্রম করার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা কৌশলে থামালে চালকের পাশে বসে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাইভেটকার থেকে ১০৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসব গাঁজার আনুমানিক মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর

৩১ লাখ টাকার গাঁজা গাঁজাসহ গ্রেফতার ৩ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর