Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২২:৫৮ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ০০:০৬

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক

ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না।

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রুপনগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হাজী মো. রতন মিয়া’র আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে কতিপয় ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী ও আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর পর আমরা প্রথম বারের মতো উন্মুক্তভাবে কোনো খোলা জায়গায় বসে ইফতারির আয়োজন করতে পারছি। ঐ সময়ে আমরা উন্মুক্তভাবে কোনো জায়গায় বসে একত্র হয়ে সভা মিটিং এমনকি দোয়ার অনুষ্ঠানও করতে পারিনি। স্বৈরাচার সরকার আমাদেরকে করতেও দেয়নি।

বিএনপির এই নেতা এ সময়ে আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এ দেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়।” তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে এ দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেন আমিনুল হক।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, আলী আহমেদ রাজু, রুপনগর আবাসিক জন কল্যান সমিতির সভাপতি বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লা, থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রুপনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সহসভাপতি ফুতুন মিয়া, যুবদল সিনিয়র সহসভাপতি মো. নাঈম, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওছার মল্লিক প্রমুখ।

এর আগে দুপুরে রাজধানীর মিরপুর গার্লস অ্যান্ড আইডিয়াল ল্যবরেটরীজ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্কুল অ্যাডহক কমিটির সভাপতি মোকছেদুর রহমান আবির। কলেজ অধ্যক্ষ জিনাত ফারহানা সভাপতিত্ব করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

উত্তর বিএনপি উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ঢাকা মহানগর বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর