Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনায়েতপুরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ছাত্রদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২৩:১৪ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ০০:০৫

ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: ইফতার মাহফিলকে কেন্দ্র করে জেলার এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসন মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের বাড়িতে আনার ব্যবস্থা চলছে।

বিজ্ঞাপন

নিহত কবির হোসেন চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে হয়। এতে উভয়পক্ষের আট নেতাকর্মী আহত হন।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতার অভিযোগ, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপি’র সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/পিটিএম

আহত ছাত্রদল নেতা টপ নিউজ বিএনপি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর