Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

ফ্রান্স থেকে নজমুল হক
১৯ মার্চ ২০২৫ ২৩:২৫

গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে ইফতার। ছবি: সংগৃহীত

ফ্রান্স: গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্যারিসের গার্দোনর্দ’র কাচ্চি হাউজে রেস্টুরেন্টের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশন সভাপতি ফয়েজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অয়েছ ও আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক গুলজার খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখর উদ্দীন। ইফতার মাহফিলে দেশ এবং প্রবাসের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লেখক খান আনোয়ার, কাব্য কামরুল, মোহাম্মদ লায়েক আহমেদ, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সৈয়দ আমিনুল ইসলাম, সুয়েব আহমদ তালুকদার, আজিজুর রহমান, খোকন আহমদ, আব্দুল কাইয়ুম, কয়েছ আহমেদ, আজমল হোসেন, কামরুজ্জামান বুলবুল, উমর আলী রাজু, শেখ দেলোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, খালেদ আহমেদ, সহিদুল ইসলাম, খালেদ আহমেদ, লায়েক আহমেদ, ফয়েজ মালিক, বদরুল ইসলাম, শরিফ আহসান, এহসান আহমদ সেজান, এমরান আহমদ, মীর আইনুল ইসলাম, মিলন চন্দ্র, শাফি আহমেদ শাহিন, হাফিজ নাছির আহমেদ, ইসলাম আহমদ, রাফি আহমদ, আরশ আলী প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

ইফতার গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর