শাবিপ্রবি ছাত্রদলের কমিটি, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ কর্মীর পদ পাওয়ার অভিযোগ
১৯ মার্চ ২০২৫ ২৩:৩২ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৩৩
সিলেট: জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে প্রায় একদশক পর ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে কমিটি গঠনের পরই কমিটি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা -সমালোচনা। অভিযোগ উঠেছে, নতুন এই কমিটিতে জুলাই অভ্যুত্থানের বিরোধীতাকারী, শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের পদায়ন করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও বামরাজনীতির সঙ্গে জড়িত থাকার অনেকেই ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে কমিটির অনুমোদন দেয় সংগঠনটনের কেন্দ্রীয় সংসদ। ৭৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ১০ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১০ জন সহ-সাংগঠনিক সম্পাদক ও ২২ জন বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাহাত জামান ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাঈম সরকার।
নতুন কমিটি হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নেতিবাচক মন্তব্য। কমিটিতে অন্তত ১০ জন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও নেতার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন বলে অভিযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, নতুন কমিটিতে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. মোবিন সিদ্দিক। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্তের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। জুলাই বিপ্লব চলাকালীন আজিজুল ইসলাম সীমান্তের সঙ্গে তার ম্যাসেঞ্জার গ্রুপের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। যেখানে আজিজুল ইসলাম সীমান্ত লিখেন ‘‘ইয়াস্টার্ডে উই মেইড এ রিমার্কেবল কামব্যাক। কোটা আন্দোলনকারীদের ভরে দেওয়া (নির্যাতন অর্থে) হবে।’’ এ সময় মুবিন সিদ্দিক লিখেন, ‘‘ইনশাল্লাহ ভাই আমাদের অনেকে গেইটে ও সুরমায় আছি। আপনি সিলেট থাকলে আরও মজা হতো।’’
তবে বিষয়টি অস্বীকার করে মুবিন সিদ্দিক বলেন, ‘এটি একটি এডিটেড (সম্পাদিত) স্ক্রিনশট।’
ছাত্রদলের একই কমিটিতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেলেন রাহাত হাসান হৃদয়। গত ২০২৩ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবাসিক হল থেকে ৮জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। এই তালিকায় রাহাত হাসান হৃদয় ছিলেন। তিনি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মামুন শাহ-এর অনুসারী হিসেবে ক্যাম্পাসের পরিচিত ছিলেন।
জানতে চাইলে রাহাত হাসান হৃদয় বলেন, ‘আমি হল থেকে বহিষ্কার হওয়ার পর হল ছেড়ে দিয়েছিলাম। ছাত্রলীগের সঙ্গে আমি থাকতাম শুধু হলের সীটের জন্য। মনে প্রাণে কখনই ছাত্রলীগকে ধারণ করিনি।
জুলাই আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বিপক্ষে প্রচার প্রাচারণা করেছেন বলে জানিয়েছেন তিনি।
শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক নুর আলম রাজিব। শেখ হাসিনার সরকারের আমলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের অনুসারী ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, সেই বলয়কে কাজে লাগিয়ে ভর্তি না হয়েও বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ২১৪ নম্বর কক্ষে থাকতেন তিনি। জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বারা হলে অভিযানকালে সেই রুম থেকে বিপুল পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে নুর আলম রাজীব বলেন, ‘ওই কক্ষে সিনিয়র একজন থাকত। ওনি চলে গেলে এটা গেস্ট রুম ছিল।’
ছাত্রদলের নতুন কমিটির আইনবিষয়ক সম্পাদক খালিদ সাইফুল্লাহ তিনি ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে জাতীয় ছাত্রদলের (বামপন্থি ছাত্রসংগঠন) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জাতীয় ছাত্রদল সূত্রে জানা যায়, তিনি বর্তমানে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার পাঠচক্রবিষয়ক সম্পাদক।
এ বিষয়ে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি ওয়াসিম মাহমুদ শামস বলেন, সে ছাত্রদলে নতুন পদ পেয়েছে। এটা জানার পর আমরা তাকে ইস্তফা দেওয়ার জন্য বলেছি। সে এখনো আমাদের কাছে ইস্তফা দেওয়ার চিঠি পাঠায়নি। এ বিষয়ে জানতে খালিদ সাইফুল্লাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও পাওয়া যায়নি।
এ ছাড়া ছাত্রদলের নতুন এই কমিটিতে স্থানপাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লীষ্টতার অভিযোগ রয়েছে। নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া, অর্থ সম্পাদক তারেক রহমান, মানবাধিকার সম্পাদক আছিফ মাহবুব ওহী তারা সকলেই পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ রয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ, মোহাম্মদ সোহানুর রহমান ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুনতাসির মামুন শুভ পূর্বে ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাদের অনেকেই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও ছাত্রদল সিলেট অঞ্চলের তত্ত্ববধায়ক ওলিউজ্জামান সোহেল বলেন, ‘সিলেটের অনেককেই আমরা চিনি না। দুই তিনমাস দায়িত্ব নেওয়ার পর যাচাই বাছাই করে কমিটি দিতে পেরেছি। যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না। তবে সক্রিয় ছাত্রলীগ কর্মীর কেউ যদি থাকে, সেক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।’
এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।
সারাবাংলা/এইচআই
ছাত্রদলের কমিটি নিষিদ্ধ ছাত্রলীগ শাবিপ্রবি শাবিপ্রবি ছাত্রদলের কমিটি