Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২৩:৪২ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪৪

ছুরিকাঘাত। প্রতীকী

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে মো. সানি (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন আইয়ুব আলী কলোনির সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সানি নিজেই জানান, তিনি পরিবার নিয়ে আইয়ুব আলী কলোনিতে থাকেন। নিউমার্কেট বাজারে মাছের ব্যবসা করেন। নিউ মার্কেট থানার কাঁচা বাজার ইউনিট বিএনপির সহ-সভাপতি তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে কযেকজন যুবক কলোনীর সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কোনো এক বাসার উপড় থেকে একজনের গায়ে থুতু পরে। এ বিষয় নিয়ে তারা খুব উত্তেজিত হয়ে পরে। বিষয়টা মিমাংসার জন্য বাসার লোকজনকে ডাকা হয়। এ সময় আরও ৫-৭ জন যুবক এসে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে তার ডান পাজরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তার বাম পাজরে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা /এসএসআর/এইচআই

ছুরিকাঘাত নিউমার্কেট যুবক আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর