ছাতকে যৌথ অভিযানে গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৫ ০০:০৩
সুনামগঞ্জ: ছাতকে যৌথ অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ১৯ মার্চ ) উপজেলার ইসলামপুর ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো.কামাল হোসেন ওরফে কামাল মৃধা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর ছড়ারপার গ্রামের আশিদ আলীর ছেলে। এ ছাড়াও তিনি ছাতক ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি। এদিকে ইসলামপুর ইউনিয়নের গণেশপুর (দালানবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ৩ ছেলে মো. আব্দুল কাদির টুটুল (যুবলীগ সমর্থক) মো. আখতার হোসেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুব লীগের সভাপতি ও মোসাদ্দিক হোসেন সাব্বির ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এইচআই