Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিকার নিয়ে কথা বললে আমাদেরকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী: মাইকেল চাকমা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ০০:১২

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা

রাঙ্গামাটি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা বলেছেন, বাংলাদেশে সমতল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমরা প্রতিনিয়ত অন্যায় অবিচারের শিকার হচ্ছি। আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। যা আজকে আমরা ভুক্তভোগী। আমরা যখন অধিকার নিয়ে কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয় আমরা বিচ্ছিন্নতাবাদী।

বুধবার (১৯ মার্চ) ইউপিডিএফের সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কাউখালী উপজেলা শাখার দ্বিতীয় নারী সম্মেলন ও কাউন্সিলে উপজেলার কলমপতি ইউনিয়নে অনুষ্ঠিত এক সমাবেশে মাইকেল চাকমা এ কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ থেকে মুক্ত ইউপিডিএফ নেতা মাইকেল আরও বলেন, ‘আমরা যখন অন্যায়ে বিরুদ্ধে সংগঠিত হতে বলছি, তখন আমাদেরকে বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও তার শাসন কাঠামো এখনো বিদ্যমান।’

সম্মেলনে মাইকেল চাকমা বলেন, ‘এমন একটা সময়ে নারী সম্মেলন করতে যাচ্ছি, যখন সারাদেশে নারী শিশু নির্যাতন এমনভাবে বেড়েছে যা সমগ্র দেশের সচেতন মহলকে উদ্বিগ্ন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সে সরকার বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু এই সরকারের আমলে নারীর প্রতি বৈষম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। মৌলবাদী গোষ্ঠীর উত্থান এবং নারীদের ঘরে বন্দি রাখার পরিকল্পনার কারণে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে।’

নারী সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান সভাপতিত্বে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন- ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঊষাতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রূপন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক রিতা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরাসহ কাউখালী উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও নারীসংঘের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র সমাজের শক্তির পাশাপাশি নারী সমাজের শক্তির প্রয়োজন। যখন ছাত্র-নারী-যুব ও সর্বত্র জনগণের শক্তি একত্রিত হবে তখন পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার হবে। পার্বত্য চট্টগ্রামের সকল অপশক্তি রুখে দিতে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়। এতে অংবাইমা মারমাকে সভাপতি, রোজিনা চাকমাকে সাধারণ সম্পাদক এবং মায়েংচিং-কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/এইচআই

ইউপিডিএফ মাইকেল চাকমা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর