খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু
২০ মার্চ ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:১৪
খুলনা: খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুখ মোল্লার (৪৮) মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
নিহত ফারুখ মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা জনৈক হাসেম মোল্লার ছেলে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করলে আমরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
সারাবাংলা/এমপি