ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন হামজারা
২০ মার্চ ২০২৫ ১০:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:১৫
হামজা চৌধুরীর আগমনে গত তিনদিনে ফুটবল জ্বরে কাঁপছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়তে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। হামজাকে সঙ্গে নিয়েই আজ সকাল ৯টায় বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে রওনা হয়েছে।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ। সেখান থেকে গতকাল কিংস অ্যারেনায় অনুশীলন করেছিলেন ২৭ ফুটবলার। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে স্কোয়াডে না নেওয়া নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে কোচ কাবরেরাকে।
শেষ পর্যন্ত অবশ্য দলের সঙ্গে ভারত যাচ্ছেন ২৪ ফুটবলার। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস ও তাজউদ্দিন।
হামজা-জামালরা প্রথমে কলকাতায় যাবেন। সেখানে কিছু সময় ট্রানজিটের পর আরেকটি ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ। আগামীকাল থেকে ভারতের অনুশীলন শুরু করবেন হামজারা। শিলংয়েই ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম