কাউখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
২০ মার্চ ২০২৫ ১০:৩৪
পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের দুই দিন পর মো. মজিবর রহমান (৬৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার কঁচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মজিবর রহমান (৬৫) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও কাউখালীর একজন ওষুধ ব্যবসায়ী।
কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির জানান, তার ভগ্নিপতি মজিবর রহমান ব্যবসার উদ্দেশ্যে কাউখালীর হাসপাতাল সড়ক এলাকায় থাকেন। তিনি গত সোমবার (১৭ মার্চ) দুপুরে নিজ বাসার সামনের চিরাপাড়া নদীতে গোসলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে নদীতে পড়ে মৃত্যু হতে পারে সন্দেহে ফায়ার সার্ভিসে খবর দিলে কাউখালী, নেছারাবাদ ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে ওই দিন সন্ধ্যা পর্যন্ত চিরাপাড়া নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়।
তিনি আরও জানান, বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার কঁচা নদীতে মজিবর রহমানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারেকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ মজিবর রহমানে মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান হোসেন বলেন, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমপি