Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১০:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৩:৪২

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টায় যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কালিহাতী উপজেলার হাতিয়ায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি পৌঁছালে হাতিয়ায় ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকের চালক মারা যান। এ সময় আহত হন আরও দুই জন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

টাঙ্গাইল ট্রাক চালক নিহত দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরশ থেকে শহীদ আরোহী বলছি…
২০ মার্চ ২০২৫ ১৮:১৮

আরো

সম্পর্কিত খবর