বিশ্বকাপ বাছাইপর্ব
মেসির চোটের পর আরেকটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনা
২০ মার্চ ২০২৫ ১১:০৫
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে লিওনেল মেসিকে হারিয়েছিলেন তারা। উরুগুয়ের ম্যাচের ঠিক আগের দিন আরেকটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের মূল ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
শেষ মুহূর্তে ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন মেসি। ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন পাউলো দিবালাও। মেসির অনুপস্থিতিতে ২৭ বছর বয়সী মার্টিনেজই ছিলেন আর্জেন্টিনার মূল ভরসা। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন তাকেও হারালেন লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাছাইপর্বের দুই ম্যাচেই খেলতে পারছেন না মার্টিনেজ। গত সপ্তাহে ফেইনুর্দের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোটের কারণে বেঞ্চে বসে ছিলেন তিনি। গত রবিবার সিরি আর ম্যাচে আটালান্টার বিপক্ষে মাঠে নেমে গোলও করেছিলেন। এরপর আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দিলেও শেষ পর্যন্ত বাঁ পায়ের ইনজুরির কারণে সরে দাঁড়ালেন মার্টিনেজ।
মার্টিনেজের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনেকে। আক্রমণভাগে তিনি সঙ্গ দেবেন হুলিয়ান আলভারেজকে। ২১ মার্চ ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েন আয়ার্সে আর্জেন্টিনা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পাঁচে।
সারাবাংলা/এফএম