Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুতি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫ ১০:৫৫ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৩:৪২

ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে পঞ্চম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাতে হোদেইদাহ প্রদেশে পাঁচটি হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টাই অভিযান পরিচালনা করছে তারা।
এদিকে, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হুতি বিদ্রোহীদের চিরতরে ধ্বংস করা হবে। মার্কিন বাহিনী ইরানপন্থী এই গোষ্ঠীর যথেষ্ট ক্ষতিসাধন করছে।

সারাবাংলা/এমপি

ইয়েমেন নিহত হুতি সদস্য