যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ
২০ মার্চ ২০২৫ ১১:৪৯
ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আজ সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ২৪ সদস্যের স্কোয়াড নিয়ে কলকাতা হয়ে শিলং যাচ্ছেন হামজা চৌধুরীরা।
হামজা চৌধুরীর আগমনে গত তিনদিন ধরেই বাংলাদেশ ভুগছে ফুটবল জ্বরে। সিলেট থেকে ঢাকা, সব জায়গায় চলছে হামজাকে নিয়ে মাতামাতি। গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে অনুশীলনে নেমেছিলেন হামজা।
বাছাইপর্বের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সেই স্কোয়াড নামে ২৭ জনে। ইতালিয়ান তরুণ ফুটবলার ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের ক্যাবারেরো।
গতকাল প্রথম দফা অনুশীলনের পর সেই দল নেমে এসেছে ২৪ জনে। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস ও তাজউদ্দিন।
ভারত সফরে বাংলাদেশ দল: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন,মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।
সারাবাংলা/এফএম