Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় নিহত আরও ৭১, নেতানিয়াহুর ‘ভয়াবহ’ যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫ ১৩:১৭

গাজায় একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলার সঙ্গে ইসরায়েলি স্থলবাহিনীও যুক্ত হয়েছে বলেও জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও ‘ভয়াবহ’ হবে। যা পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে।

ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল মানুষের ঘর-বাড়ি।

লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ও ওয়াশিংটন ডিসির সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের রাজনৈতিক বিশ্লেষক এইচএ হেলিয়ার বলেন, ‘গাজায় ইসরায়েলের আক্রমণ পূণরায় শুরু করলেও হামাসকে পরাজিত করা সম্ভব হবে না, ১৬ মাসের যুদ্ধও তা করতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি বিভিন্ন স্থল বাহিনীর এই পুনর্নির্বাচনের মাধ্যমে আপনি যা দেখেছেন তা হলো তেল আবিবের গত মাসের তুলনায় ঘড়ির গতিপথ পরিবর্তনের আকাঙ্ক্ষা।’

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলার সময়েও ইসরায়েলি হামলায় গাজায় এই হত্যাকাণ্ডের ফলে ১৮৩ জন শিশুসহ প্রায় ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ও এক লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছেন। গাজার সরকার পরিচালিত গণমাধ্যম অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষ।

উল্লেখ্য, ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল। তবে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

বিশাল জারা লেবু: সিলেট থেকে বিদেশে
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

আরো

সম্পর্কিত খবর