Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৫:২৫

নিহত মিলন হোসেন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণের ২৫ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবক ও এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) মিলনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। মিলন হোসেন (২৩) দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর পশ্চিম পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেজান আলী। আরাজী পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) এবং সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)।

পুলিশ জানায়, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি মিলন হোসেনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে (ফেসবুকের) অজ্ঞাত ব্যক্তিদের সাথে কথা হয়। একপর্যায়ে তারা মিলন হোসেনকে দেখা করার কথা বলে। সে অনুযায়ী মিলন দেখা করার উদ্দেশ্যে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরশহরের মুন্সিরহাট পলিটেকনিক্যাল কলেজের পেছনে লিচু বাগানে যায়। সেখান থেকে কলেজ পড়ুয়া মিলনকে অপহরণ করে একটি চক্র।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন রাত ১ টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে ১২ ঘন্টার মধ্যেই ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন দুপুরে ৩ লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার। এরপর চক্রটি ৫ লাখ দাবি করে। পরদিন বেড়ে ১০ লাখে দাঁড়ায়। তিন দিন পরে ১৫ লাখ চায় চক্রটি। সবশেষে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে ৯ মার্চ (রোববার) রাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝিয়ে দেয় অপহৃত মিলনের বাবা পানজাব আলী।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, মিলনকে অপহরণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, সেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। মুরাদকে আটকের সময় তার কাছ থেকে ৪ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে এই বিষয়ে আমাদের টিম কাজ করছিল। কোনো ক্লু না পাওয়ায় পরে প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর মাধ্যমে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এনজে

অপহরণ ঠাকুরগাঁও মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর