Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পুনর্বহালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:০৭

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পুর্নবহালসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠন সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ওমর ফারুক, মাওলানা গিয়াস উদ্দিন , আলমগীর হোসেন, বিল্লাল হোসেনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তরা বলেন, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটি ১৯৯৩ সাল খেকে চালু হয়ে ৭ম পর্যায় পর্যন্ত গতবছর ৩১ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে প্রতিটি পর্যায়ে পাঠদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে, যাহার শিক্ষা কার্যক্রমসহ সকল কার্যক্রম এখন পর্যন্ত চালু রয়েছে যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, প্রতিবন্ধীগণ ও যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

উক্ত প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা পাঠ, বাল্য বিবাহ, মাদক, এবং সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর ২৪ লক্ষ ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, প্রকল্পটি সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী, সমৃদ্ধশালী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে একে আউটসোর্সিং-এর আওতাভুক্ত না করে পবিত্র রমজান মাসের মধ্যে নতুনভাবে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” এর ৮ম পর্যায় প্রকল্পটি পাস এবং ঈদুল ফিতরের পূর্বেই সকল জনবলের বকেয়া বেতন পরিশোধ করাসহ প্রকল্পটি স্থায়ীকরণের জোড় দাবি করা হচ্ছে।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরার কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

সারাবাংলা/এনজে

দাবি প্রকল্প মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর