Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:০৫

প্রতীকী ছবি। ছবি সংগৃহীত

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে সীমান্তের মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন।

স্থানীয়দের দাবি, আহত দুজন ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় খাসিয়ারা গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যায়। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে খাসিয়ারা গুলি চালায়। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালানি লেনদেন নিয়ে বিরোধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

বাংলাদেশি আহত ভারতীয় খাসিয়াদের গুলি মাদক চোরাচালান সিলেট সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর