সব আন্দোলনে কে এম ওবায়দুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিল
২০ মার্চ ২০২৫ ১৬:০৭ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৭:২৪
ঢাকা: স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সব আন্দোলনে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ মার্চ) কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, ৬০ এর দশকের ছাত্রনেতা, খ্যাতিমান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান একজন গণসম্পৃক্ত জাতীয় নেতা হিসেবে সবার নিকট সমাদৃত ছিলেন। যোগ্য নেতৃত্ব দিয়ে তিনি দলকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে পরবর্তী জাতীয় রাজনৈতিক জীবনে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সকল আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করেছিলেন।’’
তিনি বলেন, ‘‘দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে কে এম ওবায়দুর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বহুদলীয় গণতন্ত্রের একনিষ্ঠ অনুসারী এবং স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠকের ভূমিকা পালনকারী এই বরেণ্য রাজনীতিবিদ জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অনুসৃত পথ বর্তমান প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও আদর্শকে বুকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কে এম ওবায়দুর রহমানের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’’
সারাবাংলা/এজেড/ইআ