Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:০৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৪৭

মেসার্স সনি বিৃকস ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ছাড়পত্র না থাকায় এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদফতর এবং মির্জাপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের পরিদর্শক বিপ্লব কুমার সত্রধর জানান, পরিবেশের ছাড়পত্র না থাকায় মির্জাপুরের দেওঘাটা এলাকার মেসার্স সনি বিৃকস ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটার চিমলি ও কিলন ভেঙ্গে ইট ভাটা কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটায় অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সার্বিকভাবে এ অভিযানে সহায়তা করেন।

সারাবাংলা/ইআ