কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
২০ মার্চ ২০২৫ ১৭:১৩
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এনটিভি (অনলাইন) ও সমকাল পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সঠিক তদন্ত করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠী হামলা মামলায় মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান তিতাস ও সদস্য সচিব শারিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের হত্যা চেষ্টা মামলায় চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলন বাদী হয়ে চলতি বছরের ৯ মার্চ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মিজানুর রহমান নয়নকে আসামি করে মামলা দায়ের করেন।
সাংবাদিক নয়ন জানিয়েছেন সংবাদ প্রকাশের জের ধরে ঘটনার প্রায় সাত বছর পরে তার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এইচআই
কুষ্টিয়া মানববন্ধন মিথ্যা মামলা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা