Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও পোশাক রফতানিতে চমক

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৮:০৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:১৯

ঢাকা: যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও দেশের পোশাক রফতানিতে চমক দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপের বাজারে পোশাক রফতানিতে ৫২ শতাংশের বেশি প্রবৃদ্ধি ঘটেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট ও বিজিএমইএ’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউরোস্ট্যাট এর তথ্যমতে, বিশ্ব থেকে ২০২৪ সালের জানুয়ারিতে ইউরোপের বিভিন্ন দেশ যেখানে ৬ হাজার ৮৫৪ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৫৭৬ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে ইউরোপের পোশাক আমদানি বেড়েছে ২৫ শতাংশের বেশি৷

এদিকে, জানুয়ারিতে ইউরোপে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ চীনের পোশাক রফতানি বেড়েছে সাড়ে ৩৩ শতাংশের বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে যেখানে চীনের পোশাক রফতানি ছিলো ১ হাজার ৮৪১ মিলিয়ন ডলার, ২০২৫ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৫৯ মিলিয়ন ডলার।

আর ২০২৫ সালের জানুয়ারিতে ইউরোপে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৫২ দশমিক ৫৬ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে যেখানে ইউরোপে বাংলাদেশের পোশাক রফতানি ছিলো ১ হাজার ২৯৬ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ মিলিয়ন ডলার।

ইউরোস্ট্যট এর তথ্যমতে, জানুয়ারি মাসে ইউরোপে ভারতের পোশাক রফতানি বেড়েছে ৩৭ শতাংশ, কলোম্বিয়ার ৬৩ শতাংশ, ভিয়েতনামের ২৭ শতাংশ, পাকিস্তানের ২৫ শতাংশ, মরোক্কোর সাড়ে ৩ শতাংশ, শ্রীলঙ্কার ৪৩ শতাংশ ও ইন্দোনেশিয়ার ১৬ শতাংশ। তবে ইউরোপে জানুয়ারিতে একমাত্র তুর্কির পোশাক রফতানি কমেছে, তাও মাত্র দশমিক শূণ্য ৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রফতানিতে বড় ধরণের প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ৪৬ শতাংশ। আর এই মাসটিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রফতানিও বেড়েছে বাংলাদেশের।

গত ১১ মার্চ ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা)’র এক পরিসংখ্যান থেকে ওই তথ্য জানা যায়।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ইউরোপে পোশাক রফতানি