Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক রশিদুজ্জামান রুনুর মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২১:২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রশিদুজ্জামান রুনুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল বলেন, ‘রশিদুজ্জামান রুনুর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। দেশমাতৃকার মুক্তির জন্য স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার সাহসী ও বীরোচিত ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চির স্মরণীয় হয়ে থাকবেন। সৎ ও নির্ভিক সাংবাদিক হিসেবেও তিনি সব সময় সত্যকে তুলে ধরেছেন। ধার্মিক, বিশিষ্ট সমাজসেবক, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তি হিসেবে রশিদুজ্জামান রুনুকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন।’

শোকবার্তায় রশিদুজ্জামান রুনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩ টায় রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রশিদুজ্জামান রুনু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সারাবাংলা/এজেড/এইচআই

খায়রুল কবির খোকন বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক সাংবাদিক রশিদুজ্জামান রুনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর